Friday 13 November 2015

বিসিএস পরীক্ষার প্রস্তুতি



বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য পড়ার কোন বিকল্প নেই। বিসিএস এর জন্য আপনাকে পড়তে হবে জানতে হবে। বিভিন্ন মাধ্যম থেকে জ্ঞান আরোহন করতে হবে। কিন্তু আপনি কতটুকু জানতে পেরেছেন বা কতটুকু জানার বাকি আছে তা জানার জন্য আপনাকে বার বার পরীক্ষা দিতে হবে । Mcq Exam (http://mcq-exam.com) সেরকমই পরীক্ষা দেওয়ার একটি সাইট।

এই সাইটে বিভিন্ন শিক্ষামুলক Article ও Discussion Board আছে । যা পড়ে বা আলোচনার মাধ্যমে আপনি আপনার জ্ঞানের পরিধি বাড়াতে পারেন এবং সাধারন জ্ঞানের উপর পরীক্ষা দিয়ে নিজের উপর Confidence তৈরি করত পারেন।

Saturday 7 November 2015

বিসিএস সিলেবাস



বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য পড়ার কোন বিকল্প নেই বিসিএস এর জন্য আপনাকে পড়তে হবে জানতে হবে বিভিন্ন মাধ্যম থেকে জ্ঞান আরোহন করতে হবে কিন্তু আপনি কতটুকু জানতে পেরেছেন বা কতটুকু জানার বাকি আছে তা জানার জন্য আপনাকে বার বার পরীক্ষা দিতে হবে আপনি http://mcq-exam.com পরীক্ষা দিতে পারেন

বিসিএস সিলেবাসঃ
৩৫তম বিসিএস থেকে এই পরীক্ষা হবে ২০০ নম্বরে, সময় দুই ঘণ্টা। 
নতুন সিলেবাস অনুযায়ী,
  • বাংলা ভাষা ও সাহিত্যে ৩৫ নম্বর
  • ইংরেজি ভাষা ও সাহিত্যে ৩৫
  • বাংলাদেশ বিষয়াবলী ৩০
  • আন্তর্জাতিক বিষয়াবলী ২০ 
  • ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব)
  • পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ১০
  • সাধারণ বিজ্ঞানে ১৫
  • কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১৫
  • গাণিতিক যুক্তি ১৫
  • মানসিক দক্ষতা ১৫ 
  • নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে ১০ নম্বরের প্রশ্ন থাকবে।