Friday 13 November 2015

বিসিএস পরীক্ষার প্রস্তুতি



বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য পড়ার কোন বিকল্প নেই। বিসিএস এর জন্য আপনাকে পড়তে হবে জানতে হবে। বিভিন্ন মাধ্যম থেকে জ্ঞান আরোহন করতে হবে। কিন্তু আপনি কতটুকু জানতে পেরেছেন বা কতটুকু জানার বাকি আছে তা জানার জন্য আপনাকে বার বার পরীক্ষা দিতে হবে । Mcq Exam (http://mcq-exam.com) সেরকমই পরীক্ষা দেওয়ার একটি সাইট।

এই সাইটে বিভিন্ন শিক্ষামুলক Article ও Discussion Board আছে । যা পড়ে বা আলোচনার মাধ্যমে আপনি আপনার জ্ঞানের পরিধি বাড়াতে পারেন এবং সাধারন জ্ঞানের উপর পরীক্ষা দিয়ে নিজের উপর Confidence তৈরি করত পারেন।

Saturday 7 November 2015

বিসিএস সিলেবাস



বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য পড়ার কোন বিকল্প নেই বিসিএস এর জন্য আপনাকে পড়তে হবে জানতে হবে বিভিন্ন মাধ্যম থেকে জ্ঞান আরোহন করতে হবে কিন্তু আপনি কতটুকু জানতে পেরেছেন বা কতটুকু জানার বাকি আছে তা জানার জন্য আপনাকে বার বার পরীক্ষা দিতে হবে আপনি http://mcq-exam.com পরীক্ষা দিতে পারেন

বিসিএস সিলেবাসঃ
৩৫তম বিসিএস থেকে এই পরীক্ষা হবে ২০০ নম্বরে, সময় দুই ঘণ্টা। 
নতুন সিলেবাস অনুযায়ী,
  • বাংলা ভাষা ও সাহিত্যে ৩৫ নম্বর
  • ইংরেজি ভাষা ও সাহিত্যে ৩৫
  • বাংলাদেশ বিষয়াবলী ৩০
  • আন্তর্জাতিক বিষয়াবলী ২০ 
  • ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব)
  • পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ১০
  • সাধারণ বিজ্ঞানে ১৫
  • কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১৫
  • গাণিতিক যুক্তি ১৫
  • মানসিক দক্ষতা ১৫ 
  • নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে ১০ নম্বরের প্রশ্ন থাকবে।

Saturday 5 September 2015

Mcq Exam open a new section (Math)

আসলে গনিত ছাড়া যে কোন পরীক্ষার প্রস্তুতি অসমপূর্ন থেকে যায়। তাই আমরা সামনে বিসিএস ও ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে  Mcq Exam এ গনিতের জন্য নতুন একটি বিভাগ শুরু করেছি।

Mcq Exam এ বিভাগসমূহঃ
  1. সাধারন জ্ঞান

  2. ইতিহাস

  3. বাংলাদেশ

  4. English

  5. আর্ন্তজাতিক

  6. বাংলা

  7. বিজ্ঞান

  8. গনিত

আপনদের সবাইকে Mcq Exam এ পরীক্ষা দেওয়ার জন্য আমন্ত্রন রইল।
বিঃদ্রঃ https://facebook.com/mcqexambd আমাদের ফেসবুক পেইজ। এই পেইজে লাইক দিয়ে ফেসবুকে আমাদের সাথেই থাকুন।

Saturday 8 August 2015

১-০৮-২০১৫ তারিখ থেকে প্রতিযোগীতা



গত ১-০৮-২০১৫ তারিখ থেকে http://mcq-exam.com (Mcq Exam) এ শুরু হয়েছে সাধারনঞ্জানের উপর প্রতিযোগীতা  এবং এই প্রতিযোগীতা চলবে আগামী ১৪-০৮-২০১৫ পর্যন্ত। এই প্রতিযোগীতাতে অংশ নিতে শুধু মাত্র আপনাকে http://mcq-exam.com (Mcq Exam) এ রেজিস্ট্রেশন করতে হবে, কোন ফির প্রোয়জন নেই। এখানে ৭টি ক্যাটাগরীতে (বাংলা, ইংরেজি,ইতিহাস,বাংলাদেশ,সাধারনঞ্জান,আন্তর্জাতিক,বিঞ্জান) পরীক্ষা দেওয়া যাবে। প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য Mcq Exam এর কিছু শর্ত আছে, যা আপনাকে Exam Settings এ গিয়ে আপনার Exam Setting এর পরিবর্তন করতে হবেঃ
  • Question Order : Random Question select করতে হবে।  (Random Question select করলে পরীক্ষা দেওয়ার সময় আপনার প্রশ্ন Randomly আসবে।)
  • Exam Type : Knockout System select করতে হবে। ( Knockout System মানে পরীক্ষায় একটি ভুল করলে পরীক্ষা শেষ হয়ে যাবে।)
  • Timer On করতে হবে।
৭টি ক্যাটাগরীর (বাংলা, ইংরেজি,ইতিহাস,বাংলাদেশ,সাধারনঞ্জান,আন্তর্জাতিক,বিঞ্জান) যেকোনটির জন্য প্রতিযোগীতায় অংশগ্রহন করা যাবে। ১-০৮-২০১৫ তারিখ থেকে ১৪-০৮-২০১৫ তারিখ পর্যন্ত উপরের নিয়ম মেনে সবেচেয়ে বেশি স্কোরকৃতদের মধ্যে ৭ জনকে পুরষ্কৃত করা হবে।
  • প্রথম পুরষ্কারঃ ৩০০ টাকা
  • দ্বিতীয় পুরষ্কারঃ ২০০ টাকা
  • তৃতীয় পুরষ্কারঃ ১০০ টাকা
  • চতুর্থ পুরষ্কারঃ ১০০ টাকা
  • পঞ্চম পুরষ্কারঃ ১০০ টাকা
  • ষষ্ঠ পুরষ্কারঃ ১০০ টাকা
  • সপ্তম পুরষ্কারঃ ১০০ টাকা

Friday 31 July 2015

Online Mcq Exam Competition




আবার শুরু হচ্ছে Mcq Exam Competition আগামী ১-০৮-২০১৫ তারিখ থেকে ১৪-০৮-২০১৫ তারিখ পর্যন্ত সবচেয়ে বেশি স্কোরকৃতদের মধ্যে সর্বমোট ৭ জন কে আগামী ১৪  মে তে পুরষ্কৃত করা হবে। আপনি অংশগ্রহন করুন এবং আপনার বন্ধুকেও অংশগ্রহন করতে উৎসাহিত করুন।

প্রতিযোগীতার জন্য আপনাকে http://mcq-exam.com এ রেজিস্ট্রেশন করতে হবে (বিঃদ্রঃ রেজিস্ট্রেশনের সময় অব্যশই আপনার সঠিক তথ্য দিবেন এতে পুরষ্কার দেওয়ার সময় আপনাকে খুজে পেতে আমাদের সুবিধা হবে।) এবং Mcq Exam Competition এর নিয়ম অনুযায়ী আপনার পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করতে হবে। বিস্তারিত জানতে নিচের লিংকে ভিজিট করুন। http://mcq-exam.com/content/compitition

আমাদের উদ্দেশ্য ছাত্র/ছাত্রীদের মাঝে সাধারনঞ্জানের চর্চা বাড়ানো। আপনিও আমাদের সাথে একমত হলে এই পোষ্টটি শেয়ারের মাধ্যমে আমাদের সাথে একাত্বতা প্রকাশ করতে পারেন।

Thursday 2 July 2015

৩৫তম বিসিএস পরীক্ষার ধরনে পরিবর্তন আনা হয়েছে।



৩৫তম বিসিএস পরীক্ষার ধরনে পরিবর্তন আনা হয়েছে। এবার প্রিলিমিনারি পরীক্ষায় নতুন যুক্ত করা হয়েছে ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন।

বিসিএসের তিনটি ধাপের মধ্যে প্রথমেই হলো প্রিলিমিনারি টেস্ট। নতুন নিয়ম অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষায়, দুই ঘণ্টা সময়ে ১০টি বিষয়ের ওপর মোট ২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে উত্তর দিতে হবে। তাই প্রথম ধাপে উর্ত্তীন হওয়ার জন্য এমসিকিউ এর উপর গুরুত্ব দিতে হবে । এখানে বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে বাংলা সাহিত্যের ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ। এর ওপর নজর দিতে হবে। বাংলা সাহিত্যের প্রধান লেখকদের সব বইয়ের নাম ও বিষয় সম্পর্কে ধারনা রাখতে হবে। এ থেকে প্রশ্ন আসে। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির জন্য পত্রিকা পড়া জরুরি। পত্রিকার উপসম্পাদকীয় ও কলামগুলো পড়লে অনেক তথ্য জানা যায়, সমসাময়িক ঘটনার বিবরণ সম্পর্কে ধারণা স্পষ্ট হয়।এ ছাড়া বাংলাদেশের সংবিধান সম্পর্কে ধারণা থাকা জরুরি। গাণিতিক যুক্তির জন্য অষ্টম, নবম ও দশম শ্রেণির গণিত বইগুলো চর্চা করা দরকার। নিয়মিত গণিত চর্চার বিকল্প নেই।

বিসিএস এর প্রস্তুতির জন্য জ্ঞান আরোহন করাটা জরুরী। কিন্তু আরোহনকৃত জ্ঞান চর্চার মাধ্যমে মনে রাখাটা আরও বেশি জরুরী। এমসিকিউ চর্চার প্রধান উপায় বার বার পরীক্ষা দেওয়া। এখন বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে বিসিএস পরীক্ষার জন্য  ঊপর মডেল টেস্ট দেওয়া যায়, কিন্তু এটা সময় সাপেক্ষ্য এবং ব্যয়বহুল।এমসিকিউ উপর মডেল টেস্ট দেওয়ার অন্য উপায় অনলাইনে পরীক্ষা দেওয়া। অনলাইনে এমসিকিউ উপর মডেল টেস্ট দেওয়ার জন্য আপনারা http://mcq-exam.com সাইটে রেজিস্ট্রসন করে বার বার পরীক্ষা দিতে পারেন। এখানে আপনি নিজের পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করে বিভিন্নভাবে সাধারনজ্ঞানের উপর পরীক্ষা দিতে পারবেন।